শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 July, 2020 01:59

ইউনেস্কোকে না জানিয়ে হাজিয়া সোফিয়া জাদুঘর পরিবর্তন নয়

ইউনেস্কোকে না জানিয়ে হাজিয়া সোফিয়া জাদুঘর পরিবর্তন নয়
মেইল রিপোর্ট :

প্রায় দেড় হাজার বছর আগে গির্জা হিসেবে প্রতিষ্ঠিত ইস্তানবুলের বিশ্বখ্যাত হাজিয়া সোপিয়া জাদুঘরের যেকোনো পরিবর্তন অবশ্যই ইউনেস্কোকে জানাতে হবে এবং পরিবর্তনগুলো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মাধ্যমে পুনর্বিবেচিত হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতিসংঘের সাংস্কৃতিক পরিষদ একথা জানিয়েছে।

তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত শুক্রবার (১০ জুলাই) জানিয়েছে, ১৯৩৪ সালে হাজিয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর অনৈতিক ছিল।

তুরস্কের দুজন কর্মকর্তা জানিয়েছেন, এই ঘোষণার ফলে একে মসজিদে রূপান্তরের পথ সুগম হয়েছে।

ইউনেস্কো রয়টার্সকে জানিয়েছে, হাজিয়া সোফিয়া তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় জাদুঘর হিসেবে ছিল এবং এক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি এবং আইনি বাধা রয়েছে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যাতে তার নিজ ভূখণ্ডে অবস্থিত কোনো তালিকাভুক্ত স্থানের এমন কোনো পরিবর্তন আনা না হয়, যা এর সার্বজনীন মর্যাদাকে ক্ষুণ্ন করে।

তারা আরও বলেছে, রাষ্ট্র যেকোনো পরিবর্তনের ব্যাপারে অবশ্যই আগে ইউনেস্কোকে অবহিত করবে এবং প্রয়োজনে তা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মাধ্যমে পুনর্বিবেচিত হবে। ইউনেস্কো তুরস্কের কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি চিঠিতে এ বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে।

তারা জানায়, এই স্থানের সার্বজনীন মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারে এমন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে তুরস্কের কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।

এই ওয়ার্ল্ড হেরিটেজ স্থানটি খ্রিস্টীয় বাইজেন্টাইন এবং মুসলিম অটোমান উভয় সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল। বর্তমানে এটি তুরস্কের অন্যতম সর্বাধিক দর্শনীয় স্থান।

একে জাদুঘর থেকে পুনরায় মসজিদে রূপান্তরের সিদ্ধান্ত আমেরিকা, ফ্রান্স, রাশিয়া এবং গ্রীসের কর্তৃপক্ষ এবং খ্রিস্টীয় চার্চের নেতাদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে।

উপরে