শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 August, 2020 02:30

লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অর্ধশত, আহত ২৭৫০

লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অর্ধশত, আহত ২৭৫০
মেইল রিপোর্ট :

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াসহ বহু মানুষ হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার শহরের বন্দর এলাকা এই বিস্ফোরণ ঘটে।

তবে কীভাবে, কোন উৎস থেকে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করে জানায়নি দেশটির সরকার। এরই মধ্যে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

বিস্ফোরণে অন্তত ৫০ জন মারা গেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ নিউজ। নিহতদের মধ্যে রাজনৈতিক দল কাতায়েবের মহাসচিব নাজার নাজারিয়ানও রয়েছেন।

বিস্ফোরণের সময় নিজের কার্যালয়ে ছিলেন নাজারিয়ান। ‍গুরুতর আহত অবস্থায় মারা যান তিনি।

বৈরুত বন্দরের কাছের ওই বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহতের খবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। এছাড়া ২৭৫০ লোক আহত হয়েছেন বলে জানান তিনি।

২০০৫ সালে এমন এক বিস্ফোরণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি মারা যান। ধারণা করা হয়, ‘কার বোম্বে’ হত্যা করা হয়েছিল রফিক হারিরিকে। আজকের এই বিস্ফোরণ সেটার চেয়েও ভয়াবহ বলে মনে করছেন স্থানীয়রা।

বিস্ফোরণটি এমন ভয়াবহ ছিল যে, এটা ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস দ্বীপ থেকে অনুভূত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। সেখানে বসবাসরত সংবাদ কর্মী এমিলিয়া পাপাদোপোলাস টুইটার হ্যান্ডেলে বিস্ফোরণের ভিডিও পোস্ট করে লিখেছেন, অবিশ্বাস্য, আমরা এটা সাইপ্রাস থেকেও টের পেলাম।

দিনের আলোয় বিস্ফোরণের সময় বিভিন্ন দিক থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের একটি ধোঁয়ার কুন্ডলি পাকিয়ে উঠতে উঠতে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে।  বিস্ফোরণের ফলে বেশ দূরে অবস্থানরত ক্যামেরাতেও এর ধাক্কা অনুভূত হয়।

উপরে