উহানের ল্যাবে করোনা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীর
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) উহানের ল্যাবেই তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন উহানের ল্যাবের ভাইরোলজিস্ট লি মেং ইয়ান।
এটি মানুষের তৈরি বলে তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে। লি তা প্রকাশ করবেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে জানিয়েছেন।
নিজের দাবি ব্যাখ্যা করে ইয়ান বলেন, ভাইরাসটির জিনোম সিকোয়েন্স মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। এর ভিত্তিতে আপনারা এ বিষয়টি নিশ্চিত হতে পারবেন। আমি এই প্রমাণ ব্যবহার করে মানুষকে জানিয়ে দেবো কেন চীনের ল্যাবে এই ভাইরাস তৈরি হয়েছে এবং কেন তারা এটি তৈরি করেছে।
এর আগে নিজেদের কোনো জীবাণু অস্ত্র থাকার কথা অস্বীকার করেছে চীন। যদিও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গত বছরের প্রতিবেদনে চীন গোপনে জীবাণু অস্ত্র কর্মসূচি চালাচ্ছে বলে সন্দেহ করে।
তবে এই ভাইরাসটি চীনের বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়েছে বলে আভাস দিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক গাও ফু।
মহামারীর শুরু থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে।