পাকিস্তানের উদ্দেশে তুরস্কের তৃতীয় এন্টি সাবমেরিন জাহাজ
তুরস্কের তৃতীয় এন্টিসাবমেরিন শেণির জাহাজ পাকিস্তানের উদ্দেশে যাচ্ছে।রোববার এটি পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটি পাকিস্তানে চলাচল করবে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।
ওই বিবৃতি অনুযায়ী, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার করাচিতে এর অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। এতে বলা হয়, তুর্কি জাতীয় যুদ্ধজাহাজ মিলজেম প্রকল্পে পাকিস্তান ও তুরস্কে দুটি করে রণতরী তৈরির কাজ চলছে।
করোনাভাইরাসের প্রভাব থাকা সত্ত্বেও প্রথম জাহাজটি ২০২৩ সালে পাকিস্তানকে হস্তান্তর করার কথা রয়েছে।
২০১৮ সালে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের সঙ্গে চারটি মিলজেম শ্রেণির যুদ্ধজাহাজ কেনার জন্য চুক্তি করে। এসব যুদ্ধজাহাজ রাডার এড়িয়ে চলাচল করতে পারে। মিলজেম যুদ্ধজাহাজ ৯৯ মিটার দীর্ঘ এবং ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে।
এর আগে ২০১৯ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসির সঙ্গে প্রথম জাহাজ তৈরির জন্য ইস্তাম্বুলে প্লেট কাটার উদ্ধোধন করেন। বিশ্বের যে দশটি দেশ জাহাজ নির্মাণ শিল্পে খুবই উন্নত তার মধ্যে তুরস্ক একটি।