শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 January, 2021 16:08

অবশেষে উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল

অবশেষে উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল
মেইল রিপোর্ট :

অবশেষে চীনের উহান প্রদেশে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞ দল। এই শহরেই বিশ্বের প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে উহান শহর থেকে বিশ্বব্যাপী বিস্তার করতে থাকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯।

বৃহস্পতিবার হু’র ১০ সদস্যের একটি শক্তিশালী বিশেষজ্ঞ দল উহানে পৌঁছায়। আর এই দলটির নেতৃত্ব দিচ্ছেন সংস্থার পশুপাখি রোগ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক। 

উহান শহর থেকে বিশ্বব্যাপী করোনা বিস্তার করলেও এ পর্যন্ত মহামারি এই ভাইরাসের উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আর এরই মধ্যে এই ভাইরাসে সারা বিশ্বে প্রাণহানি হয়েছে ১৯ লাখ ৮৭ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে করোনার উৎস খুঁজে বের করার জন্য উহানে পাঠাতে গত কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছিল ‘হু’। কিন্তু এই সময়ের মধ্যে চীন অনুমতি দিচ্ছিল না।

‘হু’ গত মাসে ঘোষণা দেয়, ২০২১ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি অনুসন্ধানী দল উহান যাবে। তবে চীনের অনুমতি না পাওয়ায় চলতি মাসের প্রথম দিকে নির্ধারিত সময়ে ভাইরাসের প্রথম শনাক্তের শহরটিতে যেতে ব্যর্থ হয় বিশেষজ্ঞ দলটি। এতে করে তদন্তের ব্যাপারে চীনের ওপর সন্দেহ সৃষ্টি হয়। এমনকি চীনের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন ‘হু’। এর কিছুদিন পর ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখা হয় এবং অবশেষে হু’র অনুসন্ধানী দল চীনের উহানে গেল।

হু’র বিশেষজ্ঞ দলটি শহরটিতে পৌঁছানোর পর চীনের নিয়ম অনুযায়ী দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে দলটি। তারা একটি হোটেলে অবস্থান করবে। কোয়ারেন্টিন শেষ করেই অনুসন্ধানে নামবে দলটি। 

উপরে