শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 January, 2021 00:37

প্রবাসীদের চাকরির সুযোগ কমাচ্ছে ওমান

প্রবাসীদের চাকরির সুযোগ কমাচ্ছে ওমান
মেইল রিপোর্ট :

অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণে নিজ নাগরিকদের জন্য আরও শ্রমবাজার সৃষ্টি করতে চায় ওমান। এর অংশ হিসেবে বেসরকারি খাতের কিছু চাকরিতে প্রবাসীদের সুযোগ বন্ধ করতে যাচ্ছে দেশটি। উপসাগরীয় দেশটির ৪৫ লাখ জনসংখ্যার ৪০ শতাংশই প্রবাসী।

দেশটির শ্রম মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার টুইটবার্তায় বিষয়টি জানায়।

টুইটে বলা হয়, বেসরকারি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। ওই সব প্রতিষ্ঠানে চাকরিরত প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও নবায়ন করা হবে না।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, আর্থিক, বাণিজ্যিক, প্রশাসনিক পদসহ বিমা কোম্পানি, দোকানপাট ও কার ডিলারশিপের বিভিন্ন ধরনের চাকরি শুধু ওমানের নাগরিকদের জন্যই সীমিত করা হবে। কার ডিলারশিপ কোম্পানির অ্যাকাউন্টিং বিভাগের সব পদ ওমানি নাগরিকদের জন্যই সংরক্ষণ করা হবে।

এ ছাড়া সব ধরনের যানবাহন চালকের চাকরি শুধু নাগরিকরাই করতে পারবে।

গত বছরের এপ্রিলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ পদসহ বিভিন্ন পদ থেকে প্রবাসীদের সরিয়ে দেশের নাগরিকদের চাকরি দেয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছিল ওমান।

ওই সময় ওমানের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদে এখনও বিপুলসংখ্যক প্রবাসী কাজ করছেন।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ও অশোধিত তেলের দাম কমে যাওয়ায় ওমানের অর্থনীতি নাজুক হয়ে পড়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, গত বছর ওমানের অর্থনীতি ১০ শতাংশ সংকুচিত হয়।

উপরে