এবার মিয়ানমারে টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ
মিয়ানমারের সামরিক জান্তা দেশটির ক্ষমতা দখলের কয়েকদিন পর স্থিতিশীলতা নিশ্চিতকরণের কথা বলে সকল প্রকার সোশ্যাল মিডিয়া বন্ধের নির্দেশ দেয়। ফেসবুক বন্ধের পর এবার মাইক্রোব্লগিং টুইটার এবং ছবি-ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারও বন্ধ করেছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মিয়ানমার পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে দেশটিতে মোবাইল পরিষেবা সরবরাহকারী অন্যতম সংস্থা টেলিনোর নিশ্চিত করেছন, মিয়ানমারে ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধ করা হয়েছে।
এর আগে মিয়ানমারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় জানায়, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে দেশটিতে। দেশটিতে অন্তত ৫ কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে।
১ ফেব্রুয়ারি সকালে মিয়ানমারে প্রধানমন্ত্রী ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রধান অং সা সু চি, রাষ্ট্রপতি উইন মিন্টসহ কয়েকজন উচ্চপদস্থকে আটক করে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। বর্তমানে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সেনাবাহিনীরা টহল দিচ্ছে এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।