শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 February, 2021 00:48

আবারও মসজিদ বন্ধ করতে পারে সৌদি

আবারও মসজিদ বন্ধ করতে পারে সৌদি
মেইল রিপোর্ট :

সৌদি আরবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছে। কিন্তু তারপরও করোনার বিস্তার থামানো যাচ্ছে না। এমতাবস্থায় দেশটির একজন সিনিয়র মন্ত্রী সৌদি আরবের সব মসজিদ আবারও বন্ধ করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন। 

করোনার বিস্তার রোধে গত সপ্তাহে বেশ কিছু বিধিনিষেদ আরোপ করে সৌদি সরকার। এরই অংশ হিসেবে ২০টি দেশের সঙ্গে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এরপরও মসজিদ বন্ধ করে দেয়ার মতো কঠোর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সৌদি।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটিতে ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চারজনের। সব মিলিয়ে দেশটিতে এ পর্যস্ত ৩ লাখ ৬৯ হাজার ৫৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৯৩ জনের।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আবদুললতিফ বিন আব্দুলআজিজ বলেছেন, যদি মসজিদ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা দ্বিধা করবো না।

তিনি বলেন, মসজিদের বিষয়ে যেকোনো সিদ্ধান্তের জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক সংস্থা কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সঙ্গে সমন্বয় করে তার মন্ত্রণালয়।

করোনার বিস্তার রোধে গত মে মাসে মসজিদ বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার। দুই মাস বন্ধ থাকার পর আবারও মসজিদ খুলে দেয় তারা। তবে এখন আবারও মসজিদ বন্ধে কথা বলছে সৌদি সরকার।

উপরে