যুক্তরাষ্ট্রের পর ইউরোপে জনসনের এক ডোজের ভ্যাকসিন
যুক্তরাষ্ট্রের পর জনসন এন্ড জনসনের এক ডোজের করোনা ভ্যাকসিন অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ১৮ বছরের বেশি বয়স্কদের এই ভ্যাকসিন প্রদান করা যাবে। এর আগে আরো তিনটি কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ইইউ। এগুলো হচ্ছে, ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।
বৃহস্পতিবার (১১ মার্চ) এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসি।
ইইউ'র হিউম্যান মেডিসিন কমিটি জানিয়েছে, এই ভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ এবং করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী। জনসন এন্ড জনসনের এই ভ্যাকসিন মাত্র একটি ডোজ দিতে হয়। এটি সাধারণ ফ্রিজ তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। ফলে ইউরোপের গ্রামাঞ্চলে এই ভ্যাকসিন পরিবহন সহজ হবে।
শিগগিরই আয়ারল্যান্ডে ৩৮ লাখ ভ্যাকসিন পাঠানো হবে। এরমধ্যে জনসন এন্ড জনসনের ভ্যাকসিন রয়েছে ৬ লাখ ডোজ। তবে জনসন এন্ড জনসন ইইউকে জানিয়েছে কিছু সমস্যার কারণে তাদের ভ্যাকসিন পাঠাতে সাময়িক দেরি হবে। তবে জুন মাসের আগেই ৫৫ মিলিয়ন ভ্যাকসিন সরবরাহ করা হবে ইইউর কাছে।
এই ভ্যাকসিনের কার্যকারিতা যাচাই করতে ৪৪ হাজারেরও অধিক মানুষের ওপর পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে এর কার্যকারিতার হার ৬৭ শতাংশ। প্রয়োগের দুই সপ্তাহের মধ্যেই মানবদেহে কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এই ভ্যাকসিন।