শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 March, 2021 19:29

মিয়ানমারে বেরিয়ে এসেছে চীনের ভূমিকা

মিয়ানমারে বেরিয়ে এসেছে চীনের ভূমিকা
মেইল রিপোর্ট :

অভ্যুত্থানের জন্য সামরিক বাহিনীকে সমর্থন করায় চীনা মালিকানাধীন বেশ কয়েকটি পোশাক কারখানা জ্বালিয়ে দেয় মিয়ানমারের বিক্ষোভকারীরা। এরপর পরই মিয়ানমার কর্তৃপক্ষ ইয়াঙ্গুনের কিছু অংশে সামরিক আইন জারি করে।
 
রোববার মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে অন্তত ৩৮ জন নিহত হয়।

ইয়াঙ্গুনে অবস্থিত চীনা দূতাবাস এই হামলাকে ‘অত্যন্ত জঘন্য’ বলে নিন্দা জানিয়েছে এবং সহিংসতা বন্ধ, অপরাধীদের শাস্তি এবং দেশটির চীনা ব্যবসা এবং জনগণকে রক্ষা করার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

দূতাবাসের মতে, বেশ কয়েকটি চীনা মালিকাধীন কারখানা ভেঙে ফেলা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। অনেক চীনা নাগরিক আহত হয়।

দূতাবাস বলেছে, আমরা মিয়ানমারের জনগণকে তাদের দাবি বৈধভাবে প্রকাশ করার আহ্বান জানাচ্ছি এবং চীন ও মিয়ানমারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য উস্কানি ও শোষণ এড়াতে অনুরোধ করছি।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা চীনের সমালোচনা করেছে এবং তারা বেইজিংকে মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থক হিসেবে দেখছে।

এমন পরিস্থিতিতে চীনের প্রতিক্রিয়া অন্যান্য গণতান্ত্রিক দেশের বিপরীতে দাঁড়িয়েছে। তারা এটিকে মিয়ানমারের একটি 'অভ্যন্তরীণ বিষয়' হিসেবে বর্ণনা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো পদক্ষেপ সংঘাত বাড়াতে পারে এবং পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে।  

মিয়ানমারের নাগরিকরা সামরিক জান্তার সাথে চীনের সম্পর্ক এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে তার নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা চীনের মালিকানাধীন কোম্পানিগুলোর তালিকা শেয়ার করেছে।

ইয়াঙ্গুনের আক্রান্ত বাসিন্দারা বলেছেন, তারা বেইজিংয়ের ভূমিকা নিয়ে দিনদিন হতাশ হচ্ছেন।

ফেডারেশন অফ জেনারেল ওয়ার্কার্স মিয়ানমারের চেয়ারপার্সন মন সান্দার মাইন্ট বলেছেন, বিক্ষোভে অংশ নেওয়ায় চীনা নিয়োগকর্তারা গার্মেন্টস শ্রমিকদের অনেককে হুমকি দিয়েছেন।

তিনি আরো বলেন, চীনা দূতাবাসের বিবৃতি বিক্ষোভকারীদের প্রতি বেইজিং-এর বিদ্বেষকে অস্বীকার করেছে এবং নিহত মিয়ানমারের নাগরিকদের প্রতি কোনো সহানুভূতি দেখায়নি।

মিয়ানমারের জাতীয় পোশাক অ্যাসোসিয়েশনের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, দেশটির প্রায় ৪০ শতাংশ পোশাক কারখানার মালিক চীনা।  

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে বিপুল সংখ্যক বিক্ষোভকারী মিয়ানমারের রাস্তায় নেমে এসেছে।  

উপরে