শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 March, 2021 01:18

তিউনিশিয়ার বিপ্লবে হতাহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ

তিউনিশিয়ার বিপ্লবে হতাহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ
মেইল রিপোর্ট :

তিউনিশীয় সরকার অবশেষে ২০১১ সালের বিপ্লবে হতাহতের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির আনুষ্ঠানিক এক হিসাব বলছে, তখন ১২৯ জন নিহত ও ৬৩৪ জন আহত হয়েছিলেন।

এমন এক সময় এই হিসাব প্রকাশ করা হয়েছে, যখন দেশটিতে গণতান্ত্রিক ক্রান্তিকাল চলছে। ভুক্তভোগী পরিবারগুলোর দীর্ঘদিনের দাবি ছিল যাতে হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

উত্তর আফ্রিকার দেশটির স্বাধীনতার ৬৫তম বার্ষিকীতে শুক্রবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আইনজীবী আবদুর রাজ্জাক কিলানি বলেন, একনায়ক জয়নাল আবেদিন বিন আলীর পতনের জন্য যেসব মানুষ নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তালিকা প্রকাশের মাধ্যমে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তারা দেশের জন্য রক্ত দিয়েছেন এবং শহীদ হয়েছেন।

এছাড়া আরও দেড়াহাজারের মতো মানুষের দাবি— তালিকা থেকে তারা পড়েছেন। এবার কর্তৃপক্ষের কাছে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে তারা আবেদন করতে পারবেন।

২০১২ সালের প্রাথমিক একটি হিসাবে বলা হয়েছিল, ৩৩৮ জন নিহত ও দুই হাজার ১৪৭ জন আহত হয়েছেন।

সরকারি হিসেবে যাদের নাম রাখা হয়েছে, তারা ২০১০ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১১ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত সময়ে স্বৈরশাসনবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

পরবর্তীতে ক্ষমতা ছেড়ে দিয়ে বিন আলী সৌদি আরবে পালিয়ে যান।

উপরে