শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 April, 2021 23:22

মিসরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতার আমৃত্যু কারাদণ্ড

মিসরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতার আমৃত্যু কারাদণ্ড
মেইল রিপোর্ট :

মিসরের মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মাহমুদ ইজ্জতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।  

৭৬ বছর বয়সী ইজ্জতের বিরুদ্ধে অভিযোগ তিনি মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী সরিয়ে দেওয়ার পর জনগণকে সহিংস হওয়ার জন্য উস্কানি দিয়েছিলেন।

আগে ধারণা ছিল তিনি দেশ থেকে পালিয়েছেন।  কিন্তু পুলিশ গত বছরের আগস্টে কায়রো থেকে তাকে গ্রেফতার করে।  তার বাসভবন থেকে এনক্রিপ্টেড মেসেজ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছিল।  সেই সব বার্তা তিনি দেশ ও বিদেশের ব্রাদারহুডের সদস্যদের পাঠিয়েছিলেন।

ইজ্জতের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি ব্রাদারহুড সদস্য ও বিরোধীদের মধ্যে সংঘাতের সময় তার সংগঠনের সদস্যদের হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলেন। ২০১৫ সালে সাবেক প্রসিকিউটর জেনারেলের হত্যার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ।  সাবেক প্রসিকিউটার জেনারেল ছিলেন মুসলিম ব্রাদারহুড আন্দোলনের বিরোধী।

ইজ্জতের আইনজীবীরা অবশ্য এই রায় সম্পর্কে কোনো মন্তব্য করেননি।  তবে ব্রাদারহুড আগে জানিয়েছিল, ইজ্জতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।  এর আগে ২০১৫ সালে তার অনুপস্থিতিতে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তাকে গ্রেফতারের পর আবার বিচার শুরু হয়।

২০১৩ থেকে গ্রেফতার হওয়া পর্যন্ত সময়কালে তিনি ছিলেন মিসরে মুসলিম ব্রাদারহুডের প্রধান।

মোহাম্মদ বাদির পর ব্রাদারহুডের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন ইজ্জত।  মিসরে সিসির সরকার যে ৬০ হাজার রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে ইজ্জত তাদের মধ্যে একজন। 

উপরে