শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 September, 2021 11:57

পাঞ্জশিরে বিজয় ঘোষণা তালেবানের

পাঞ্জশিরে বিজয় ঘোষণা তালেবানের
মেইল রিপোর্ট :

তুমুল লড়াই শেষে আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা পুরোপুরি নিজেদের দখলে নেয়ার ঘোষণা দিয়েছে তালেবান।

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ সোমবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ঘোষণা দেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। বিবৃতিতে তালেবান বলেছে, ‘এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের দেশ এখন পুরোপুরিভাবে কঠিন এক যুদ্ধ থেকে মুক্ত হলো।’

আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশ পাঞ্জশিরের দখল নিতে গত কয়েক দিন ধরে সেখানকার ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছিল তালেবান। এতে উভয় পক্ষে শতাধিক মানুষের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে তালেবান আফগানিস্তানের সবকিছুতে নিয়ন্ত্রণ নিলেও দেশটির সবচেয়ে ছোট প্রদেশ পাঞ্জশির দখল করতে পারছিল না। প্রদেশটিকে তালেবান মুক্ত রাখার ঘোষণা দেন ‘পাঞ্জশিরের সিংহ’ খ্যাত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ।

সোভিয়েত ইউনিয়ন আমল এবং ২০ বছর আগে তালেবানের শাসনের সময় পাঞ্জশিরের যোদ্ধারা বীরত্বের পরিচয় দিলেও এবার আর পেরে উঠল না তারা। তালেবানের হাতেই চলে গেল প্রদেশটির নিয়ন্ত্রণ।

এর আগে আফগানিস্তানের সংবাদমাধ্যম জানায়, পাঞ্জশিরে যুদ্ধ থামিয়ে আলোচনায় বসতে তালেবানকে আহ্বান জানিয়েছেন দেশটির ধর্মীয় নেতারা। এ আহ্বানে পাঞ্জশির নেতা আহমেদ মাসুদ সাড়া দিলেও তালেবান থেকে কোনো প্রতিক্রিয়া বা জবাব আসেনি।

পাঞ্জশির দখলের মধ্য দিয়ে আফগানিস্তানে আর কোনো ভূ-খণ্ড থাকল না, যেটি তালেবান নিয়ন্ত্রণের বাইরে।

উপরে