ইন্দোনেশিয়ার কারাগারে আগুন, ৪১ মৃত্যু
ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে প্রাণ গেছে কমপক্ষে ৪১ জনের। অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন আরও ৭৩ জন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমের বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারে স্থানীয় সময় বুধবার রাত ১টা থেকে ২টার মধ্যে এ আগুন লাগে। আগুন নিভে গেলেও চলছে উদ্ধারকাজ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ভবনের ওপরের তলায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের সংশোধন বিভাগের মুখপাত্র রিকা আপ্রিয়ান্তি।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক তারে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রিকা আপ্রিয়ান্তি জানান, মাদকবিষয়ক অপরাধে দণ্ডপ্রাপ্তদের কারাগারের ওই অংশে রাখা হয়েছিল। অংশটির ধারণক্ষমতা ১২২ জনের। অগ্নিকাণ্ডের সময় সেখানে কতজন বন্দি ছিলেন তা জানা না গেলেও ধারণক্ষমতার অতিরিক্ত বন্দির অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রাজধানী জাকার্তার কাছে অবস্থিত শিল্পাঞ্চল তাংগেরাংয়ের ওই কারাগারে দুই হাজারের বেশি বন্দি আছেন। কিন্তু কারাগারটির ধারণক্ষমতা ৬০০ জনের।
অগ্নিদগ্ধ ও আহতদের তাংগেরাংয়ের দুটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ থাকা বাকিদের কারাগারের অন্য ভবনগুলোতে স্থানান্তর করা হচ্ছে।