শিরোনাম
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত দুর্নীতির অভিযোগ অভিযুক্ত নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী প্রতিবাদী বিক্ষোভ বিএসএফের প্রধান ও উপ-প্রধান পদচ্যুত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 September, 2021 23:38

হুতি শীর্ষ নেতা হত্যা, ফায়ারিং স্কোয়াডে ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর

হুতি শীর্ষ নেতা হত্যা, ফায়ারিং স্কোয়াডে ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর
মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামিদের সারাবিদ্ধভাবে দাঁড় করানো হয়। ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহ
মেইল রিপোর্ট :

হুতি বিদ্রোহীদের শীর্ষ রাজনৈতিক নেতা হত্যার জড়িত এমন ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তারা। শনিবার ফায়ারিং স্কোয়াডে এই শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছে গোষ্ঠিটি।

২০১৮ সালে সালাহ আল সাম্মাদ নামে হুতিদের রাজনৈতিক বিভাগের প্রধানকে বিমান হামলায় হত্যার দাবি করে সৌদি আরব। ওই সময় এই ঘটনাকে ইরান সমর্থিত হুতিদের ওপর বড় ধরনের আঘাত হিসেবে উল্লেখ করা হয়। 

হুতি বিদ্রোহী সমর্থিত সাবা নিউজ জানিয়েছে, সালাহ আল সাম্মাদ হত্যাকাণ্ডে হুতি আদালত মোট ১৭ জনের সম্পৃক্ততা পায়। যে ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা দোষীদের মধ্যে অন্যতম। 

এই মামলায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অনুপস্থিত হিসেবে বিচার করা হয়েছে। আদালত তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। 

খবরে বলা হয়েছে, দোষী ৯ জনকে সিনিয়র হুতি নেতাদের উপস্থিতিতে তাহরির স্কয়ারে জনসম্মুখে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি সরকার এ পর্যন্ত ইয়েমেনে ১৬ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনায় সহায়তা দিয়েছে।

উপরে