শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 June, 2022 01:29

চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি তাইওয়ানের

চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি তাইওয়ানের
মেইল রিপোর্ট :

চীন ও তাইওয়ানের মধ্যে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। তাইওয়ান হুমকি দিয়েছে তারা চীনের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যিক সংস্থায় বিচার দেবে। 

চীন তাইওয়ানের কাছ থেকে ‘গ্রোপার মাছ’ আমদানি নিষিদ্ধ করার পর তাইওয়ান এমন হুমকি দিয়েছে। 

চীন দাবি করেছে, তারা তাইওয়ান থেকে আসা গ্রোপার মাছে নিষিদ্ধ রাসায়নিক পেয়েছে।

গত বছর চীন তাইওয়ান থেকে আনারস, চিনি-আপেল ও মোম আমদানি নিষিদ্ধ করে। চীনের দাবি এগুলোতে তারা কীটপতঙ্গ পেয়েছে। 

তবে তাইওয়ান এসব দাবি কঠিনভাবে অস্বীকার করেছে। 

গত কয়েক বছরে তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়েছে। কারণ চীন তাইওয়ানের বিরুদ্ধে সামরিক কর্মকান্ড বৃদ্ধি করেছে এবং দেশটির সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে।

এদিকে গ্রোপিং মাছ নিয়ে চীনের কাস্টমস কর্তৃপক্ষ শুক্রবার জানায়, তারা নিষিদ্ধ রাসায়নিক পেয়েছেন। এরপর তারা ঘোষণা দেয়, চীনের সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সোমবার থেকে গ্রোপিং মাছ আমদানি বন্ধ করে দেওয়া হবে। 

তবে এর বিরোধিতা জানিয়ে তাইওয়ানের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী চেন চি-চুং বলেছেন, মাছে কোনো কিছু নেই। তারা চীনকে তথ্য পাঠাবেন এবং চীনের কাছ থেকে এ ব্যাপারে ফিরতি বক্তব্য পাওয়ার আশা প্রকাশ করেন।

এরপর তিনি জানান, যদি চীন ফিরতি বক্তব্য না দেয় তখন তাদের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যিক সংস্থায় বিচার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে তাইওয়ান। 

উপরে