ইউক্রেনের পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার
মেইল ডেস্ক:
অবশেষে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবি আল জাজিরা ও রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেননি বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
সপ্তাহ খানেক আগেও রাশিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল।
এদিকে, রাশিয়া চিকিৎসা সামগ্রী আনতে বাধা দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।
ভিক্টর লিয়াশকো বলেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গত সাড়ে ৫ মাস ধরে চিকিৎসা সামগ্রী পরিবহণেও বাধা দিয়ে আসছে রাশিয়া।
এর ফলে দখলকৃত শহর ও গ্রামগুলোতে ইউক্রেনীয়দের কাছে জরুরি ও প্রাণ রক্ষাকারী ওষুধ পাঠানো যাচ্ছে না।
রাজধানী কিয়েভে শুক্রবার এপিকে ওই সাক্ষাৎকার দেন স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।
এ সময় তিনি বলেন, রাশিয়ার এ আচরণ নিঃসন্দেহে একটি মানবতাবিরোধী যুদ্ধাপরাধ।