শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 September, 2022 10:31

আফগানিস্তানকে সস্তায় তেল-গ্যাস-গম দেবে রাশিয়া, চুক্তি স্বাক্ষর

আফগানিস্তানকে সস্তায় তেল-গ্যাস-গম দেবে রাশিয়া, চুক্তি স্বাক্ষর
মেইল রিপোর্ট :

রাশিয়ার কাছ থেকে পেট্রল, ডিজেল, গ্যাস এবং গম সরবরাহের জন্য একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করেছে তালেবান। আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্য ও শিল্পমন্ত্রী হাজি নুরউদ্দিন আজিজি বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে আজিজি বলেছেন, আফগানিস্তানকে  সস্তায় তেল-গ্যাস-গম দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

চুক্তির আওতায় আফগানিস্তানকে প্রতি বছর ১০ লাখ টন পেট্রল, ১০ লাখ টন ডিজেল, পাঁচ লাখ টন প্রাকৃতিক গ্যাস (এলপিজি) এবং ২০ লাখ টন গম সরবরাহ করবে রাশিয়া। তালেবান সরকারের বাণিজ্য মন্ত্রী নিশ্চিত করেছেন বিশ্ব বাজারের তুলনায় কম দামে যাবতীয় সামগ্রী আমদানি করা হবে। কতদিন এই চুক্তি বহাল থাকবে তা পরে ঠিক করা হবে বলেও জানান তিনি। দু’পক্ষ সন্তুষ্ট হলে তবেই চুক্তি দীর্ঘমেয়াদি করা হবে বলে জানা গেছে।

এর আগে, চলতি বছরের আগস্ট মাসে তালেবানের বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধিদল রাশিয়ার রাজধানী মস্কোয় গম, গ্যাস ও তেল সরবরাহের চুক্তি চূড়ান্ত করে।

এদিকে, তালেবানের বাণিজ্য মন্ত্রী চুক্তির ব্যাপারে বিস্তারিত জানালেও  রাশিয়া এই বিষয়ে মুখ খোলেনি। সংবাদ সংস্থা রয়টার্স পুতিনের সংশ্লিষ্ট মন্ত্রণলায়নের সঙ্গে যোগাযোগ করলেও উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের মন্ত্রণালয় এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। 

গত বছরের আগস্টে দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর এই প্রথম বড় ধরনের আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করল তালেবান। তাই বৈশ্বিক ব্যাংকিং সিস্টেমে তালেবানের বিচ্ছিন্নতা কাটাতে এই চুক্তি সহায়ক হতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

যদিও এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। রাশিয়াও আনুষ্ঠানিকভাবে তালেবানের সরকারকে স্বীকৃতি দেয়নি। কাবুলে যে অল্প কয়টি দেশের দূতাবাস চালু রয়েছে তাদের মধ্যে রাশিয়াও রয়েছে।

উপরে