শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 October, 2022 00:45

৫ কোটি ডলারে নিলামে বিক্রি হলো গোলাপী হীরা

৫ কোটি ডলারে নিলামে বিক্রি হলো গোলাপী হীরা
মেইল রিপোর্ট :

১১ দশমিক ১৫ ক্যারেট উইলিয়ামসন পিঙ্ক স্টার হীরা, যা রাণী দ্বিতীয় এলিজাবেথকে বিবাহের উপহার হিসাবে দেওয়া আরেকটি গোলাপী হীরার নামানুসারে নামকরণ করা হয়েছে। গোলাপি রঙের এই হীরাটি ৫ কোটি ৭৭ লাখ ডলারে বিক্রি হয়েছে। 

ক্যারেট প্রতি এতে বেশি দাম ওঠায় রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সোথবাই। রত্ন নিলামের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দামে বিক্রি হয়েছে হীরাটি। 

শুক্রবার সোথেবির হংকংয়ের নিলামে একজন অপ্রকাশিত ক্রেতার কাছে বিক্রি হয়েছিল। উইলিয়ামসন পিঙ্ক স্টার নামের হীরাটিকে নিলামে তুলেছিল সোথেবির'স হংকং নামের একটি প্রতিষ্ঠান। দুটি কিংবদন্তি গোলাপী হীরা থেকে এর নাম উইলিয়ামসন পিঙ্ক স্টার রাখা হয়েছে।

প্রথমটি হলো ২৩ দশমিক ৬০ ক্যারেট উইলিয়ামসন হীরা। এটি ১৯৪৭ সালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়ের উপহার হিসেবে পেয়েছিলেন। এবং দ্বিতীয়টি ৫০ দশমিক ৫৯ দশমিক ৬০ ক্যারেটের পিঙ্ক স্টার হীরা, যা ২০১৭ সালে নিলামে রেকর্ড ৭ কোটি ১২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। উইলিয়ামসন পিঙ্ক স্টার নিলামে ওঠানো দ্বিতীয় বৃহত্তম গোলাপী হীরা। রঙিন হীরাগুলোর মধ্যে গোলাপী হীরা সবচেয়ে বিরল এবং মূল্যবান।

৭৭ ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড বলেন, এটি একটি বিস্ময়কর ফলাফল, দুর্বল অর্থনীতিতেও এত বেশি দামে বিশ্ব মানের হীরা বিক্রি হওয়া এর দুস্প্রাপ্যতা প্রমাণ করে। তিনি আরো বলেন, 'বিশ্বের কিছু উচ্চ মানের হীরার দাম গত ১০ বছরে দ্বিগুণ হয়েছে। 

দামি রত্নের মধ্যে গোলাপি হীরা খুবই বিরল। ধারণা করা হচ্ছিল, হীরাটির ২ কোটি ১ লাখ ডলারে বিক্রি হতে পারে। শেষ পর্যন্ত নিলামে দ্বিগুণের বেশি দাম উঠেছে।

এর আগে ২০১৭ সালে গোলাপি একটি হীরা বিক্রি হয়েছিল ৭ কোটি ১২ লাখ ডলারে। নিলামে বিশ্ব রেকর্ড গড়া গোলাপি হীরাটি পরিচিত ছিল ‘সিটিএফ পিঙ্ক’ স্টার নামে।

১৯৫৩ সালে কার্টিয়ের ফ্রেডেরিক মিউ দ্বারা ডিজাইন করা একটি ফুলের ব্রোচ হিসাবে মাউন্ট করা হয়। উইলিয়ামসন প্রয়াত রানীর প্রিয় ছিল বলে জানা যায়, যিনি রজত জয়ন্তী সহ তার রাজত্বকালে অনেক অনুষ্ঠানে এটি পরতেন।

উপরে