শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 October, 2022 23:44

ইরানে শিয়া মাজারে আইএস’র হামলায় নিহত ১৫

ইরানে শিয়া মাজারে আইএস’র হামলায় নিহত ১৫
মেইল রিপোর্ট :

ইরানের শিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপসানালয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতের সংখ্যা ৪০।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় শাহ চেরাগ মাজারে অস্ত্রসহ তিন ব্যক্তি প্রবেশ করে। এরপরই হামলা চালাতে শুরু করেন তারা। একজন পালিয়ে যান। দুজনকে আটক করে ফেলা হয়। হামলায় নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।

এদিকে, শিয়া সম্প্রদায়ের মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ মাজারটিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। হামলার ব্যাপারে টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হামলা শুরু হয়। গুলি শুরু হলে তারা পালানোর চেষ্টা করেন। কে গুলি করছিল তা দেখা যাচ্ছিল না। রাস্তা থেকে গুলি চালিয়ে হামলাকারীরা মাজারের দিকে আসে। যাকেই দেখছিলেন তারা গুলি করছিলেন।

তেহরান ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ওয়ার্ল্ড স্টাডিজের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, গুলি চালানোর উদ্দেশ্য ছিল উপাসকদের ওপর হামলা করা। এটা আইএসআইএস ট্রেডমার্ক। তারা মসজিদে-মাজারে হামলা করে।

অপরদিকে, ধর্মীয় উপাসনালয়ে ন্যক্কারজনক হামলার জবাব দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থার তাসনিম জানিয়েছে, অতীত অভিজ্ঞতা দেখায়, ইরানের শত্রুরা নাগরিকদের মধ্যে বিভেদ তৈরিতে ব্যর্থ হওয়ার পর সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে প্রতিশোধ নেয়। যে ঘটনাটি ঘটেছে সেটির প্রতিউত্তর দেওয়া হবে না। তবে, নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ হামলার পেছনে যারা আছেন, তাদের সমুচিত জবাব দেবে।

উপরে