শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 October, 2022 22:50

নিখোঁজ ৩৫০, হতাহত ২৯৯: দ. কোরিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিখোঁজ ৩৫০, হতাহত ২৯৯: দ. কোরিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা
মেইল রিপোর্ট :

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি প্রসিদ্ধ মার্কেটে হ্যালোইন উৎসব উদযাপনের সময় পদদলনের ঘটনায় ৩৫০ জন নিখোঁজ হনে। এখনও তাদের খোঁজ মেলেনি।

ওই ঘটনায় হতাহত হয়েছেন ২৯৯ জন। এ অবস্থায় দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘোষণা দেন।

সিউলের প্রশাসন রোববার (৩০ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, হ্যালোইন উৎসব উদযাপনকারীদের কাছে রাজধানী সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার (২৯ অক্টোবর) রাতে ওই এলাকায় লাখখানেক মানুষ সমবেত হয়েছিলেন। হুড়োহুড়ির মধ্যে বহু মানুষ রাস্তায় পড়ে যায়। এ সময় পদদলনের ঘটনা ঘটে। ১৪৯ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত দেড়শ জন।

হুড়োহুড়ির থেকে অন্তত ৩৫৫ জন নিখোঁজ হন। তাদের খোঁজ পাওয়া যায়নি। সিউলের মেট্রোপলিটন সরকার জানিয়েছে, এ সংক্রান্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ছাড়া রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়ার দেশটিতে জাতীয় শোক পালিত হবে।

রাষ্ট্রীয় শোক চলাকালীন দেশের সকল সরকারি প্রতিষ্ঠান ও কূটনৈতিক অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ সময় জরুরি নয় এমন সব কর্মকাণ্ড দেশে স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু।

বেসামরিক কর্মচারী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের শোকের সমবেদনা জানাতে বিশেষ ফিতা পরতে হবে বলেও তিনি জানান।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইতাওয়ানে হ্যালোইন উৎসব উদযাপনের সময় পদদলনের ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি। তারা ইরান, উজবেকিস্তান, চীন ও নরওয়ের নাগরিক। বেশিরভাগের বয়স ২০ বছরের মধ্যে।

উপরে