তেলবাহী বিদেশী জাহাজ আটক করল ইরান
ইরানের নৌ বাহিনী বিদেশী-নিবন্ধিত একটি তেলবাহী জাহাজ আটক করেছে। তাছাড়া এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুদের আটক করা হয়েছে। তারা বলেছে, জাহাজটি অবৈধভাবে চোরাই তেল বহন করছিল।
দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে।
ইরানের হরমুজগান প্রদেশের বিচারিক প্রধান মোজতবা ঘাহেরমানি বলেছেন, ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পসের নৌ সেনারা ১ কোটি ১০ লাখ মিলিয়ন লিটার তেলসহ একটি বিদেশী জাহাজ জব্দ করেছে।
কখন জাহাজটি জব্দ করা হয়েছে বা এটি কোন দেশের পতাকাবাহী জাহাজ তা জানা যায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান আরব সাগরে চোরাই তেল নিয়ে বেশ কয়েকবার অভিযান চালানোর কথা জানিয়েছে। আরব সাগরে বিশ্বের বড় একটি অংশ তেল উৎপাদন ও পরিবহণ করা হয়।
বিশ্বের মধ্যে যে কয়েকটি দেশে পেট্রোলের দাম কম তার মধ্যে অন্যতম হলো ইরান। যার কারণে অন্য দেশগুলোতে ইরানের তেল চোরাচালানের সম্ভাবনা অনেক বেশি।
সেপ্টেম্বরে ইরান জানিয়েছিল তারা ৭ লাখ ৫৭ হাজার লিটার চোরাই তেল বহনকারী জাহাজ আটক করেছে। ঠিক একই জায়গা থেকেই ওই জাহাজটি আটক করা হয়েছিল।