শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 November, 2022 22:08

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে তেল দিতে প্রস্তুত ইরান

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে তেল দিতে প্রস্তুত ইরান
মেইল রিপোর্ট :

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান ভারতে তেল সরবরাহ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতে ইরানের রাষ্ট্রদূত ড. ইরাজ এলাহি। 

তিনি বলেন, এটি ভারতের ওপর নির্ভর করে, আমরা তেল সরবরাহ করতে প্রস্তুত। কারণ দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।  

শুক্রবার (৪ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এএনআইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা সব সময় ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য আমাদের প্রস্তুতি ব্যক্ত করি।

ইরানের শাহ চেরাগে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইরানের দূতাবাস নয়াদিল্লির ইন্ডিয়া ইসলামিক কালচার সেন্টারে একটি শোক প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ভারতের সঙ্গে ইরান সরকারের নিবিড় সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। আশা করি আমরা সেই সহযোগিতা কার্যকর করব। ’

এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ওই নেটওয়ার্কের সঙ্গে ভারতভিত্তিক পেট্রোকেমিক্যাল কম্পানিসহ ইরানের পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রির কম্পানিগুলো জড়িত। ইরানের রাষ্ট্রদূত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ।

ড. ইরাজ এলাহিকে উদ্ধৃত করে এএনআই বলেছে, ‘নিষেধাজ্ঞা একটি বাধা। ভারত ও ইরানের উচিত তাদের জাতীয় স্বার্থ অনুযায়ী এই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা, যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা অনুযায়ী নয়। আমরা ভারতের কাছে তেল বিক্রি করতে চাই এবং ভারতের কাছ থেকে আমাদের যা প্রয়োজন তা কিনতে চাই। ’

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) লঙ্ঘন করে পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করছে। মার্কিন সরকার বলেছিল যে তারা ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞার প্রয়োগ ত্বরান্বিত করবে।

মার্কিন ট্রেজারি বিভাগ বলেছিল, ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল রপ্তানিকে কঠোরভাবে সীমিত করার লক্ষ্যে প্রয়োগকারী পদক্ষেপ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই অবৈধ বিক্রয় এবং লেনদেন সহজতর করার সঙ্গে জড়িত যে কেউ যদি মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে চান তবে অবিলম্বে তা বন্ধ করা উচিত।

উপরে