শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 21 October, 2023 14:25

রাতের আঁধারে পালানোর চেষ্টা প্রেসিডেন্টের, যা বলছে জান্তা

রাতের আঁধারে পালানোর চেষ্টা প্রেসিডেন্টের, যা বলছে জান্তা
মেইল রিপোর্ট :

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম রাতের আঁধারে পালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেছেন দেশটির সামরিক জান্তা। তবে তার এ প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এমন দাবি করে সামরিক জান্তা এক বিবৃতিতে বলেছে, ‘কয়েকজন নিরাপত্তাকর্মীর সহায়তায় বাজোম তার দুই গৃহকর্মীকে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টায় পালানোর পরিকল্পনা করেন। ওই নিরাপত্তাকর্মীরা তাদের রাজধানী নিয়ামে ছাড়ার জন্য পরিবহনের ব্যবস্থা করেছিল।

সেখান থেকে একটি বিদেশি শক্তির দুটি হেলিকপ্টারে করে তাদের নাইজেরিয়ায় চলে যাওয়ার কথা ছিল।’

বিবৃতিতে সামরিক জান্তা আরও বলেছে, ‘এই পরিকল্পনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটি নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরমাধ্যমে মূলত দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হয়েছিল। এরসঙ্গে জড়িত মূল পরিকল্পনা ও তাদের কয়েকজন সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাজোম এখন কোথায় আছেন সেটি পরিস্কার নয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গত ২৬ জুলাই পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকে প্যালেসেই গৃহবন্দি অবস্থায় ছিলেন তিনি।

বাজোমকে ক্ষমতাচ্যুত করার পরই সামরিক জান্তা দাবি করে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার শক্তিশালী প্রমাণ তাদের কাছে রয়েছে।

এদিকে জুলাইয়ে সেই অভ্যুত্থানের পর নাইজার থেকে ফ্রান্সের সেনাদের বের করে দেয় সামরিক জান্তা। ওই অভ্যুত্থুানের আগে দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ ফরাসি সেনার অবস্থান ছিল।


সূত্র: সিএনএন

উপরে