শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রে রাশিয়ায় হামলা করল ইউক্রেন কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 November, 2023 21:57

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে ৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে ৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান
মেইল রিপোর্ট :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের জন্য ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে জাপান। জাপানের অর্থমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এ ঘোষণা দিয়েছেন।

শনিবার রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি ফিলিস্তিনকে সাহায্যের ঘোষণার পাশাপাশি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন।

কামিকাওয়া বলেন, আমরা ফিলিস্তিনকে ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিচ্ছি এবং আমরা আশা করি এ অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজার বেসামরিক মানুষের কল্যাণে ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, জাপান দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে। আমরা মনে করি, ইসরায়েল ও ফিলিস্তিন যদি একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়।

গত মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও সহিংসতা নিয়ে সংবাদ সম্মেলনে জাপানের অর্থমন্ত্রী কোনো বিবৃতি দেননি।  

প্রসঙ্গত, চলতি মাসে জাপানে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশের জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন সম্মেলনে হামাস ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বা এজেন্ডা থাকবে।

এর আগে, গত ১৭ অক্টোবর গাজার নাগরিকদের জন্য এক মিলিয়ন ডলার মানবিক সহায়তা পাঠিয়েছিল জাপান।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৮২৬ জন শিশু।

উপরে