শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 November, 2023 18:35

যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান পোপ ফ্রান্সিসের

যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান পোপ ফ্রান্সিসের
মেইল রিপোর্ট :

ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকান নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, বুধবার (২৯ নভেম্বর) তার অনুসারীদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সময় এ আহ্বান জানান পোপ ফ্রান্সিস।

তিনি বলেন, আমি আশা করি গাজায় যুদ্ধবিরতি অব্যাহত থাকা প্রয়োজন। এতে দুই পক্ষের হাতে থাকা সব জিম্মি মুক্তি পাবে। গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশ করতে পারে।

এ সময় বিশ্বের সবাইকে ফিলিস্তিনে ও ইসরায়েলের গুরুতর পরিস্থিতির জন্য প্রার্থনা করারও আহ্বান জানান পোপ। তিনি বলেন, শান্তি, দয়া করে শান্তি প্রয়োজন।

গাজায় দুই পক্ষের যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলগুলোয় শান্তির আহ্বান জানিয়ে আসছিলেন পোপ। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর তিনি এ পদক্ষেপকে স্বাগত জানান।

তারও আগে ইসরায়েলি আগ্রাসন শুরু হলে গাজায় অবরুদ্ধ বাসিন্দাদের সহায়তার জন্য মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। সে সময় তিনি হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তি আবেদনও করেন।

পোপ ফ্রান্সিস সে সময় বলেন, বহু মানুষ মারা গেছে। দয়া করে পবিত্র ভূমি বা ইউক্রেন বা অন্য কোথাও আর রক্তপাত ঘটাবেন না। যথেষ্ট হয়েছে। যুদ্ধ সবসময়ই পরাজিত হয়, সবসময়।

কপ-২৮ সম্মেলনে যাচ্ছেন না পোপ
স্বাস্থ্যগত কারণে সংযুক্ত আরব আমিরাতের সফর বাতিল করেছেন পোপ ফ্রান্সিস। যে কারণে তার জাতিসংঘের জলবায়ু শীর্ষক সম্মেলন কপ-২৮ এ যোগ দেওয়া হবে না।

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর)  ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটিও ব্রুনি এই তথ্য জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দুবাইয়ে শুরু হওয়া কপ-২৮ সম্মেলনে যোগ দেয়ার জন্য শুক্রবার (১ ডিসেম্বর) দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতেন পোপ ফ্রান্সিস। শনিবার কনফারেন্স অব দ্য পার্টিজে (কপ-২৮) ভাষণ দেয়ার কথা ছিল তার। কিন্তু চিকিৎসকদের পরামর্শে দুবাই সফর বাতিল করেছেন তিনি। সম্প্রতি ফ্লু ও ফুসফুসের প্রদাহ থেকে সেরে উঠেছেন, পোপ; আবার যেন অসুস্থ হয়ে না পড়েন সে কারণেই এই সিদ্ধান্ত।

ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটিও ব্রুনি বলেছেন, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার  উন্নতি হয়েছে। কিন্তু তার ডাক্তার তাকে এখনই দুবাই সফর করতে নিষেধ করেছেন।

উপরে