শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 December, 2023 23:44

কাজাখস্তানে হোস্টেলে আগুন, নিহত ১৩

কাজাখস্তানে হোস্টেলে আগুন, নিহত ১৩
মেইল রিপোর্ট :

কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটিতে একটি হোস্টেলে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন শহরটির পরিষেবা বিভাগের কর্মকর্তারা।

মধ্য এশিয়ার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে একটি বিশেষ কমিশনও গঠন করেছে।

শহরের জরুরি পরিষেবা বিভাগ জানায়, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। বেশিরভাগ ভুক্তভোগী বেসমেন্টে আটকাপড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

বিভাগটি এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান এবং আগুন নেভানোর সময় প্রাথমিকভাবে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে একটি তিনতলা ভবনের বেসমেন্টে হোস্টেল গেস্ট হাউজে আগুনের সূত্রপাত হয়। ওই গেস্ট হাউজে অবস্থান নেওয়া ৭২ জনের মধ্যে ৫৯ জন নিরাপদে বের হতে সক্ষম হন। ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হন দমকলকর্মীরা।

একটি নিউজ ওয়েবসাইটের তথ্যানুসারে, ভারত থেকে আসা একজন ছাত্রসহ চারজনের চিকিৎসা সহায়তা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন কাজাখস্তানের, দুজন রাশিয়ার ও দুজন উজবেকিস্তানের।

যে ভবনটিতে আগুন লেগেছে সেটি সম্প্রতি হোস্টেলে রূপান্তরিত হয়েছে। ওই ভবনের বেসমেন্টের গেস্ট হাউজটির জানালা ছিল না।

কাজাখস্তানে নিরাপত্তা বিধি না মানার কারণে প্রায়ই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।


সূত্র: ডয়চে ভেলে

উপরে