শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 17 December, 2023 21:33

দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী গ্রেপ্তার

দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী গ্রেপ্তার
মেইল রিপোর্ট :

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) তাকে গ্রেপ্তার করে।

ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর চেয়ারম্যান লেফটেন্যান্ট-জেনারেল (অব.) নাজির আহমেদ বাট চৌধুরী তার গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেন। পরে তাকে আদিয়ালা কারাগার থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। ওই কারাগারে তিনি একটি জালিয়াতির মামলায় বন্দি ছিলেন।

পরোয়ানায় বলা হয়, সাবেক তথ্যমন্ত্রীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হিবা চৌধুরী নিশ্চিত করেছেন তার স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

হিবা চৌধুরী ‘এক্স’-এ গ্রেপ্তারি পরোয়ানার ছবি পোস্ট করেন, যাতে লেখা ছিল ফাওয়াদ চৌধুরী এনএও, ১৯৯৯ এর ধারা ৯(এ) এর অধীনে দুর্নীতির অপরাধের অভিযোগে অভিযুক্ত।

চাকরির বিনিময়ে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে ইসলামাবাদের আবপাড়া থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত ৪ নভেম্বর (শনিবার) ফাওয়াদকে তার ইসলামাবাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক নেতা ফাওয়াদ চৌধুরী দলের চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। চলতি বছরের ৯ মে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর পিটিআই থেকে পদত্যাগ করেন ফাওয়াদ।

 

সূত্র: জিও নিউজ

উপরে