আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত, সরানো হলো ৪ হাজার বাসিন্দাকে
আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে রেইকানেস উপদ্বীপে এক আগ্নেয়গিরিতে লাভা উদ্গীরণ শুরু হয়েছে। কয়েক সপ্তাহের ভূকম্পন শেষে এ লাভা উদগীরণ শুরু হলো।
মাছ শিকারের জন্য পরিচিত শহর গ্রিন্ডাভিক থেকে প্রায় চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশে ব্লু লেগুন জিও থার্মাল স্পা বন্ধ করে দেওয়া হয়েছে।
আইসল্যান্ডিক আবহাওয়া অফিস বলছে, স্থানীয় সময় রাত ১০টা ১৭ মিনিটের দিকে শহরের উত্তরদিকে লাভা উদ্গীরণ শুরু হয়।
এক বিশেষজ্ঞ বলেন, এটি ২০১০ সালের মতো হবে না, যেটি ইউরোপীয় বিমান চলাচল বাধাগ্রস্ত করেছিল।
অক্টোবরের শেষে দিক থেকে রাজধানী রেইকাভিকের চারপাশে ভূমিকম্প বাড়তে থাকে।
আবহাওয়া অফিস বলছে, গ্রিন্ডাভিক থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাভ উদ্গীরণ হচ্ছে এবং সিসমিক কার্যকলাপ শহরের দিকে অগ্রসর হচ্ছে।
সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জাতীয় সম্প্রচার মাধ্যম আরইউভি কে বলেন, উদ্গীরণ খুব দ্রুত হচ্ছে এবং মনে হচ্ছে এবার বেশ বড় আকারে হবে।
রেইকাভিক থেকেও আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ দেখা যাচ্ছে, যা গ্রিন্ডাভিক থেকে ৪২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিতি।
এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, গ্রিন্ডাভিকের দিকে আকাশের প্রায় অর্ধেকটা লাল হয়ে জ্বলছে। বাতাসে ধোঁয়াও ছড়িয়ে পড়ছে।
পুলিশ লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকতে সতর্ক করেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগ্নেয়গিরির ফাটলের দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার, লাভা প্রতি সেকেন্ডে প্রায় ১০০ থেকে ২০০ ঘনমিটার বেগে প্রবাহিত হচ্ছে।