শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 January, 2024 10:50

বেলুচিস্তানে পিটিআইয়ের সমাবেশে বিস্ফোরণে নিহত ৪

বেলুচিস্তানে পিটিআইয়ের সমাবেশে বিস্ফোরণে নিহত ৪
মেইল রিপোর্ট :

পাকিস্তানের বেলুচিস্তানে পিটিআইয়ের সমাবেশে মঙ্গলবার বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ডন।

বেলুচিস্তানের সিবিতে জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. বাবর হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেন। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশটির জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে এ ঘটনা ঘটল।

সিবি স্টেশন হাউজ অফিসার জাকাউল্লাহ গুজ্জার জানান, আহতদের সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগেরই অবস্থা গুরুতর। তিনি শঙ্কা প্রকাশ করে জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে।  

গুজ্জার বলেন, নিরাপত্তা বাহিনী বিস্ফোরণস্থলে দ্রুত গিয়ে বিস্ফোরণ এলাকা ঘেরাও করে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থল থেকে প্রমাণাদি সংগ্রহ করছে।  

পিটিআই জানায়, সাদ্দাম তারিন আয়োজিত নির্বাচনী সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে।  তিনি পাকিস্তানের নির্বাচনী এলাকা এনএ-২৫৩ থেকে দলের সমর্থনপ্রাপ্ত।

দলটি বলছে, তাদের তিন কর্মী নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন যেখানে তারিন অক্ষত রয়েছেন।  

এক্স হ্যান্ডলে পিটিআই বলছে, আমরা এই হৃদয়বিদারক ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমাদের দাবি, পিটিআই কর্মীদের পরিবর্তে সন্ত্রাসীদের দমনে মনোযোগ দেওয়া উচিত।

আরেক বিবৃতিতে পিটিআই ঘটনাটিকে প্রাদেশিক এবং ফেডারেল সরকারের একটি অপরাধমূলক ব্যর্থতা বলে অভিহিত করেছে।

উপরে