শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 February, 2024 12:43

মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১

মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১
মেইল রিপোর্ট :

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে একটি বাস নদীতে পড়ে ৩১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে দেশটির মালিয়ান শহর কেনিয়েবা থেকে বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী সেতু থেকে নিচে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।  

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সড়ক দুর্ঘটনায় আরও আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।  

চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায় বলে ধারণা স্থানীয় কর্মকর্তাদের।

মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে। সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ’

এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায়শই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ, দেশটির অনেক রাস্তার বেহাল দশা ও ফিটনেসহীন যানবাহনের চলাচল। পাশাপাশি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং গণপরিবহনে নিয়মকানুন মানতে শিথিলতাও মালিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।

এএফপি’র তথ্য অনুসারে, চলতি মাসেই রাজধানী বামাকোতে যাওয়ার পথে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত ও  ৪৬ জন আহত হয়েছিলেন।

উপরে