শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 March, 2024 01:36

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনাসহ নিহত ৬

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনাসহ নিহত ৬
মেইল রিপোর্ট :

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ চীনা নাগরিকসহ ৬ জন নিহত হয়েছেন। নিহত অপরজন পাকিস্তানের নাগরিক।

মঙ্গলবার (২৬ মার্চ) প্রদেশের শাংলা জেলার বিশাম তহশিলে (উপজেলা) এ ঘটনা ঘটে।

শাংলা জেলার পুলিশ প্রধান মোহাম্মদ আলী গান্দাপুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানী ইসলাবাদ থেকে পাঁচ চীনা নাগরিককে বহনকারী একটি গাড়িবহর খাইবার পাখতুনখোয়ার দাসু জলবিদ্যুৎ প্রকল্পের উদ্দেশে রওনা হয়। বিশাম এলাকায় প্রবেশের পর বহরটিতে বিস্ফোরকভর্তি একটি গাড়ি ঢুকে পড়ে। কিছুসময় পর সেটি বিস্ফোরিত হয়। এ সময় চীনা নাগরিকদের বহন করা গাড়িটি সড়কে পাশের খাদে পড়ে। পরে সেটিতে আগুনে ধরে যায়।

বিস্ফোরণের পরপরই প্রাদেশিক পুলিশ সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো এবং আলামত সংগ্রহের কাজ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা ৫ চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন পাকিস্তানের নাগরিক। তিনিও মারা গেছেন। বখত জহির নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বোমাবাহী গাড়িটি চীনা গাড়িবহরে কোথা থেকে এসে কীভাবে ঢুকে পড়লো, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। এ ছাড়া পাকিস্তানের নতুন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকও নিন্দা জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, শত্রুরা পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত ও ঘনিষ্ট মিত্রদেশের নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছে। এটা কেবল চীনের নাগরিকদের ওপর নয়, পাকিস্তানের ওপরও হামলা। সরকার এই হামলার উচিত জবাব দেবে।

২০২১ সালেও পাকিস্তানে চীনা নাগরিকদের বহনকারী একটি বাসে বোমা হামলা হয়। সে ঘটনায় নিহত হন ১৩ জন। নিহতরা দাসু জলবিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলী ও টেকনিশিয়ান ছিলেন।