পাকিস্তানের প্রথম চন্দ্রাভিযান শুরু, স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ
চীনের সহায়তা প্রথম বারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠালো পাকিস্তান। শুক্রবার চীনের হাইনান প্রদেশ থেকে স্যাটেলাইটটি বহনকারী চীনের তৈরি চ্যাংয়ে-৬ চন্দ্রযানের সফল উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউব-কিউ।
পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি (আইএসটি) জানিয়েছে, শুক্রবার চীনা স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণকেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে আইকিউব-কিউ স্যাটেলাইটটি বহনকারী চ্যাংয়ে-৬ চন্দ্রযান।
আইএসটির কোর কমিটির সদস্য ডক্টর খুররম খুরশিদ বলেছেন, ‘স্যাটেলাইট আগামী পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এবং তিন থেকে ছয় মাসের জন্য চাঁদের চারদিকে প্রদক্ষিণ করবে।’
প্রসঙ্গত, আইকিউব-কিউ মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি। এ ক্ষেত্রে সহায়তা করেছে চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, চাঁদের অন্ধকার দিক অথাৎ চাঁদের দক্ষিণ মেরু অন্বেষণ করাই পাকিস্তানের এই মিশনটির লক্ষ্য। আইকিউব-কিউয়ে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে।
এদিকে স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই দেশের জনগণ ও সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
এক বিবৃতিতে শেহবাজ বলেন, ‘আইকিউব-কিউ স্যাটেলাইট মহাকাশে পাকিস্তানের প্রথম পদক্ষেপ। পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন, সেভাবে এই ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করছেন।’
উল্লেখ্য, গত বছরের আগস্টে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের প্রথম দেশ হিসেবেও চাঁদে মিশন পাঠানোর গৌরব অর্জন করে দেশটি। এবার উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে মিশন পাঠালো পাকিস্তান।