শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 May, 2024 01:11

নাইজেরিয়ায় মসজিদে দরজা আটকে অগ্নিসংযোগ, ১১ মুসল্লি নিহত

নাইজেরিয়ায় মসজিদে দরজা আটকে অগ্নিসংযোগ, ১১ মুসল্লি নিহত
মেইল রিপোর্ট :

নাইজেরিয়ায় এক মসজিদে ১১ মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন মুসল্লি। দেশটির উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের ওই মসজিদে এক ব্যক্তি আগুন ধরিয়ে দিলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি আগুন ধরিয়ে দেওয়ার আগে মসজিদে পেট্রল ঢেলে দরজা বন্ধ করে দেন। এতে ভেতরে আটকা পড়েন ৪০ মুসল্লি।

উত্তরাধিকারের সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, ৩৮ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে তারা গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার কানো প্রদেশের গেজাওয়া অঞ্চলের ওই মসজিদে মুসল্লিরা ফজরের নামাজে অংশ নিচ্ছিলেন। তখনই আগুন দেওয়ার ঘটনা ঘটে।  

স্থানীয়রা বলছেন, মসজিদে আগুনের শিখা ছড়িয়ে পড়লে মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায়। তারা তালাবদ্ধ দরজা খোলার চেষ্টা করছিলেন।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন মসজিদে আটকে পড়া লোকেদের উদ্ধারে ছুটে যান বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তবে পরে পুলিশ জানায়, হামলায় কোনো বোমা ব্যবহার করা হয়নি।

কানো ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বিবিসিকে বলেন, স্থানীয়রা আগুন নেভানোর পর তাদের খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সন্দেহভাজন দায় স্বীকার করে বলেছেন, উত্তরাধিকারের সম্পত্তির দাবি নিয়ে বিরোধের জেরে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে তিনি আগুন দেওয়ার ঘটনা ঘটান।

উপরে