শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 July, 2024 12:16

১২ বছর পর সৌদি-সিরিয়া ফ্লাইট ফের চালু

১২ বছর পর সৌদি-সিরিয়া ফ্লাইট ফের চালু
মেইল রিপোর্ট :

সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট প্রায় ১২ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বুধবার থেকে এ ফ্লাইট চালু হয়।

এদিন দামেস্ক থেকে সিরিয়া এয়ারলাইন্সের একটি বিমান ১৭০ জন যাত্রী নিয়ে রিয়াদ ছুঁয়েছে।

সৌদি আরবে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত আয়মান সুসান বলেছেন, দুই দেশ দুই রাজধানীর মধ্যে প্রতি সপ্তাহে একটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়েছে।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খলিল বলেছেন, চাহিদার ওপর নির্ভর করে জেদ্দা এবং দাম্মামের বিমানবন্দর ব্যবহার করে সরাসরি ফ্লাইটরুট প্রসারিত করা যেতে পারে।

২০১২ সালে সিরিয়ায় গৃহযুদ্ধের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর বাশার আসাদের দমন-পীড়নের কারণে রিয়াদ দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপর দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যায়।

তবে এবারের হজে অংশ নেওয়া যাত্রীদের জন্য অস্থায়ী ভিত্তিতে মে মাসে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে পরিষেবা পুনরায় শুরু হয়।

যদিও সৌদি আরব আসাদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার এক বছরেরও বেশি সময় পর মে মাসে সৌদি আরব দামেস্কে একজন নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে।

২০২৩ সালের মে মাসে, আসাদ সৌদি আরবে ১৩ বছরের মধ্যে তার প্রথম আরব শীর্ষ সম্মেলনে যোগ দেন। যা রিয়াদের সঙ্গে সম্পর্ক সংশোধন করে সিরিয়ার আঞ্চলিক জোটে ফিরে আসা হিসেবে দেখা হয়।  

উপরে