শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 October, 2024 09:05

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
মেইল রিপোর্ট :

তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বীপ জারবা উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিচারিক কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে তিন শিশুও রয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।

মেডেনাইন আদালতের মুখপাত্র ফেতি বাকুশ এএফপিকে বলেন, ভোরে নৌকাটি ডুবে যায় এবং ২৯ জনকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।  

নৌকাটি ডুবে যাওয়ার কারণ অজানা বলে জানান তিনি।  

তিউনিসিয়ান ন্যাশনাল গার্ড বলেছে, সাঁতরে তীরে আসা চার অভিবাসনপ্রত্যাশী তাদের বিষয়টি সম্পর্কে জানান।  

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা কাছে তিউনিসিয়া ও লিবিয়া অন্যতম প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে। তারা প্রায়শই ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেন।  

তিউনিসিয়ার স্থবির অর্থনীতি দেশটির বাসিন্দাদের ইউরোপে পাড়ি দিতে উৎসাহিত করে। এ ছাড়া উত্তর আফ্রিকার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে।  

১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০৩টি নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং তিউনিসিয়া উপকূল থেকে ৩৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

গত বছর তিউনিসিয়ায় এক হাজার ৩০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নৌকা ডুবিতে নিহত বা নিখোঁজ হন বলে জানায় এফটিডিইএস নামে একটি গোষ্ঠী।  

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, গত এক দশকে ভূমধ্যসাগরে ৩০ হাজার ৩০৯ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণ যায়। এর মধ্যে গত বছর তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।  

উপরে