শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 October, 2024 01:00

হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি

হাইতিতে জাতিসংঘের হেলিকপ্টারে গুলি
মেইল রিপোর্ট :

হাইতিতে ১৮ জন যাত্রী বহনকারী জাতিসংঘের একটি হেলিকপ্টারে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী। গুলিবর্ষণের কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

তবে হেলিকপ্টারে থাকা যাত্রীরা নিরাপদে ছিলেন এবং পরে তাদের দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ফিরিয়ে আনা হয়।

হেলিকপ্টারে তিনজন জাতিসংঘ কর্মী ও ১৫ জন অন্যান্য সংস্থার যাত্রী ছিলেন। হামলার শিকার হেলিকপ্টারটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অধীনে পরিচালিত হচ্ছিল।  

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ গুলির ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা এপি ও একটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।  

সরকারিভাবে এ ঘটনার বিষয়ে জাতিসংঘ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, এই হামলার পর হাইতির সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের শক্তি আরও বেশি করে প্রকাশের চেষ্টা করবে। বর্তমানে রাজধানী পোর্ট-অ-প্রিন্সসহ বিভিন্ন এলাকায় এসব সশস্ত্র গোষ্ঠী আধিপত্য বিস্তার করেছে।

সম্প্রতি সহিংসতা আর্কাহাইসহ হাইতির আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চলতি সপ্তাহে রাজধানীর উত্তর-পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহরে আক্রমণ করার পরে প্রায় ৫০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন,  নিহতদের মধ্যে অন্তত এক ডজন বন্দুকধারী ছিলেন যারা নৌকাডুবিতে মারা গেছেন।  

সম্প্রতি রাজধানীর পূর্ব দিকের একটি শহরে সংঘর্ষে বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন।  

জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এ সহিংসতায় বিগত সপ্তাহগুলোতে প্রায় ১০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় সাত লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

উপরে