শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রে রাশিয়ায় হামলা করল ইউক্রেন কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 November, 2024 21:04

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি
মেইল রিপোর্ট :

ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাঁতভাঙা জবাব পাবে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শনিবার (২ নভেম্বর) তার এমন হুঁশিয়ারির খবর দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের ইরান সহায়তা করে, এমন দাবি পশ্চিমাদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে বরাবরই অভিযোগ দিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের পর ইসরায়েল ‘দৈত্যরূপে’ দেশটিতে প্রতিদিন হামলা চালিয়ে আসছে।

এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লা ও হুথি ইসরায়েল হামলা চালায়। এরমধ্যে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধে ইসরায়েলের। এর মধ্যে ইরানও হামলা চালায় দেশটিতে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের মাধ্যমে ইসরায়েল হামলা করে থাকে। ফলে এ দুই মিত্র দেশকে হুমকি দেন খামেনী।

শনিবার তিনি বলেন, আমাদের শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্র, তাদের জানা উচিত ইরান, ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে তাদের অপতৎপরতার কঠিন ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

তিনি তার বক্তৃতায় ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাসসহ তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের কথা উল্লেখ করেন।

ইসরায়েলি হামলায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খামেনী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সংগ্রাম কখনো ভুলে যাওয়া হবে না।

গত ১ অক্টোবর তেহরানের হামলার প্রতিশোধ হিসেবে গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। নিজ দেশে বড় মাপের হামলার ভয়ে ইসরায়েল এখন তাদের হামলার প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করছে।

এর মধ্যে গত শুক্রবার মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষাসহ ধ্বংসকারী ও দীর্ঘপাল্লার বি-৫২ বোমারু বিমান অন্তর্ভুক্ত রয়েছে। ইরানকে সতর্কবার্তা হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। খামেনী এ ব্যাপারে বলেন, ইরানি জাতিকে সামরিক, অস্ত্র ও রাজনৈতিক কার্যক্রমে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইসরায়েলের বিরুদ্ধে ইরান ‘দৃঢ়ভাবে’ প্রতিক্রিয়া জানাবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাঈনি। শনিবার তিনি বলেছেন, শত্রুরা যেন বোঝে, তারা যা চাইবে তা করতে পারবে না। তাদের খারাপ কাজের কঠিন প্রতিশোধ অবশ্যই পাবে।

উপরে