শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 November, 2024 23:49

প্রশান্ত মহাসাগরে মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল

প্রশান্ত মহাসাগরে মিলল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল
নিজস্ব প্রতিবেদক :

প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জের কাছে বিশ্বের সবচেয়ে বড় কোরাল বা প্রবালের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। সামুদ্রিক এ বিশাল জীবসত্তাটি মহাকাশ থেকেও দেখা যেতে পারে।

ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি বৃহস্পতিবার জানায়, মেগা কোরালটির দৈর্ঘ্য ৩২ মিটার (১০৫ ফুট)। প্রস্থে এটি ৩৪ মিটার (১১১ ফুট)। বিজ্ঞানীদের বিশ্বাস এর বয়স প্রায় ৩০০ বছর। বিজ্ঞানীরা বলছেন, এটি আগের রেকর্ডধারী প্রবাল থেকে তিনগুণ বড়।

প্রবালটি মূলত বাদামি রঙের। তবে এতে উজ্জ্বল হলুদ, নীল ও লাল রঙের ফোঁটা রয়েছে। প্রবালটির উপরের পৃষ্ঠ যেন ঢেউয়ের লহরের মতো আলতো ভাঁজে আচ্ছাদিত, যেন সমুদ্রপৃষ্ঠেরই অনুরূপ।

বিজ্ঞানীদের খুঁজে পাওয়া প্রবালটির পরিধি ১৮৩ মিটার  (৬০০ ফুট)। অসংখ্য কোরাল পলিপের নেটওয়ার্কে এটি গঠিত। পলিপ হলো ক্ষুদ্র স্বতন্ত্র প্রাণী।  

ন্যাশনাল জিওগ্রাফিকসের প্রিস্টিন সিস দলের সদস্যরা বিশাল প্রবালটি আবিষ্কার করেন। অক্টোবরে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিজ্ঞানীদের দলটি জাহাজে করে গবেষণার কাজ করছিল।

সাধারণ প্রবাল প্রাচীরের মতো একাধিক প্রবাল গোষ্ঠী বা উপনিবেশ নিয়ে এটি গঠিত নয়। বরং এটি একটি একক ও স্বাধীন প্রবাল যা বছরের পর বছর ধরে একইভাবে অক্ষত রয়েছে।

জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের উষ্ণতা বেড়ে যাওয়ায় অনেক প্রবালের জীবন শেষ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফও।

গবেষকরা বিশাল এ প্রবালটিকে আশা ও উদ্দীপনার প্রতীক হিসেবে দেখছেন। প্রবালের এ প্রজাতির নাম প্যাভোনা ক্ল্যাভাস। এটি চিংড়ি ও কাঁকড়া থেকে মাছ পর্যন্ত বিভিন্ন প্রজাতির আবাস, আশ্রয় ও প্রজননস্থল হিসেবে কাজ করে। 

উপরে