শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 January, 2025 23:46

পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ
মেইল রিপোর্ট :

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরে আল জাজিরা টেলিভিশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে অঞ্চলটির কর্তৃপক্ষ ফাতাহ। তাদের অভিযোগ চ্যানেলটি ‘উসকানিমূলক উপাদান’ প্রচার করছে।

ফিলিস্তিনের সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগ মন্ত্রীরা একযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, চ্যানেলটি ‘ভ্রান্ত এবং সংঘাত উসকে দেওয়ার মতো’ তথ্য সম্প্রচার করছে। তবে তারা নির্দিষ্টভাবে কোন উপাদানের কথা বলছেন, তা স্পষ্ট করেননি।  

এই স্থগিতাদেশের মেয়াদ সম্পর্কে কিছু উল্লেখ করা না হলেও জানানো হয়েছে এই ব্যবস্থা সাময়িক। খবর রয়টার্স

ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সংঘাতের প্রতিবেদন নিয়ে আল জাজিরার সমালোচনা করে।

এদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করে আল জাজিরা বলছে, এটি অধিকৃত পশ্চিম তীরে চলমান ঘটনাবলী নিয়ে প্রতিবেদন প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা। চ্যানেলটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং পশ্চিম তীরে তাদের সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানিয়েছে।

এই স্থগিতাদেশ গাজা অঞ্চলে কার্যকর হবে না, কারণ সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ফাতাহর কোনো নিয়ন্ত্রণ নেই।

ফাতাহর অভিযোগ আল জাজিরা ‘ফিলিস্তিন ও আরব বিশ্বে বিভেদ সৃষ্টি করছে’। তারা ফিলিস্তিনিদেরকে এই নিউজ নেটওয়ার্ককে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে।

এর আগে ইসরায়েলও চ্যানেলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছরের মে মাসে তারা আল জাজিরার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়।

উপরে