শিরোনাম
নির্বাচনে আওয়ামী লীগকে আমরা চাই না ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দায়িত্ব নিতে পারে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে নিহত ৩ ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, থমথমে পরিস্থিতি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 24 March, 2025 03:26

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, ১৬ সন্ত্রাসী নিহত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, ১৬ সন্ত্রাসী নিহত
মেইল রিপোর্ট :

আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের সময় অন্তত ১৬ সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা নিহত হয়।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ খবর জানায়।

আইএসপিআর বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কল্লাই এলাকায় আফগান সীমান্ত পার হওয়ার চেষ্টা করা একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করে অভিযান চালায়। খবর জিও টিভির।
 
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী সফল প্রতিরোধ গড়ে তুলে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। তীব্র গোলাগুলির পর ১৬ সন্ত্রাসীকে হত্যা করা হয়। সন্ত্রাসী বলতে পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) সদস্যদের বোঝানো হয়েছে।

এতে আরও বলা হয়, পাকিস্তান বরাবরই আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে তাদের সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। আশা করা হচ্ছে, আফগান সরকার দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের সন্ত্রাসীদের আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

নিরাপত্তা বাহিনী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশ থেকে সন্ত্রাসের হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার অনিয়ন্ত্রিত সীমান্ত রয়েছে। এই সীমান্তে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট রয়েছে। এসব পয়েন্ট আঞ্চলিক বাণিজ্য ও উভয় পাশের জনগণের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
তবে সন্ত্রাসবাদ পাকিস্তানের জন্য অন্যতম প্রধান সংকট হিসেবে রয়ে গেছে। দেশটি আফগানিস্তানকে আহ্বান জানিয়েছে, যেন টিটিপির মতো গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে না পারে।

উপরে