শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 April, 2025 23:07

‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে

‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে
মেইল রিপোর্ট :

শক্তিশালী ভূমিকম্পে জাপানে প্রায় ১ দশমিক ৮১ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। ভূমিকম্পে ভয়াবহ সুনামি হওয়ারও শঙ্কা রয়েছে।

এর সঙ্গে অনেক ভবন ধ্বংস হতে পারে। আর এতে দেশটিতে প্রায় তিন লাখ প্রাণহানি ঘটতে পারে। গত সোমবার জাপান সরকারের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
  
মন্ত্রিসভা দপ্তরের প্রতিবেদন বলছে, দেশের মোট জিডিপির প্রায় অর্ধেক— ২৭০ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন অর্থনৈতিক ক্ষতির শঙ্কা রয়েছে, যা আগের ২১৪ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েনের হিসাবের চেয়ে অনেকটাই বেশি। এই পরিবর্তন ঘটেছে মুদ্রাস্ফীতির প্রভাব এবং হালনাগাদ করা ভূখণ্ড ও জমির তথ্যের কারণে। এই হালনাগাদে বন্যার সম্ভাব্য এলাকার পরিমাণ বেড়েছে।  

জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটির সরকার নানকাই ট্রফ নামের একটি কম্পনশীল সমুদ্র তলদেশে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের ৮০ শতাংশ শঙ্কার কথা জানিয়েছে।

প্রতিবেদন বলছে, যদি ৯ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে জাপানে প্রায় ১২ দশমিক ৩ লাখ মানুষ, অর্থাৎ দেশের মোট জনসংখ্যার ১ শতাংশ শরণার্থী হয়ে পড়তে পারেন। শীতকালের রাতে যদি ভূমিকম্প হয়, তাহলে সুনামি ও ভবন ধসে দুই লাখ ৯৮ হাজার মানুষের প্রাণ যেতে পারে।

নানকাই ট্রফ জাপানের দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত। এটি প্রায় ৯০০ কিলোমিটার (৬০০ মাইল) বিস্তৃত। সেখানে ফিলিপিনো সাগরের প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে চলে যাচ্ছে। জমতে থাকা টেকটোনিক চাপ প্রতি ১০০ থেকে ১৫০ বছরে একবার একটি বিশাল ভূমিকম্প সৃষ্টি করতে পারে।

গত বছর জাপান প্রথম মেগা ভূমিকম্পের সতর্কতা জারি করেছিল। ওই সতর্কতায় বলা হয়েছিল, নানকাই ট্রফে ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার ‘তুলনামূলকভাবে বেশি সম্ভাবনা’ রয়েছে, এর পরই ট্রফের প্রান্তে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়।

২০১১ সালে ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়, যা একটি বিধ্বংসী সুনামি তৈরি করে। ওই ভূমিকম্পে উত্তর জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিনটি রিঅ্যাক্টরে গলন সৃষ্টি হয়। আর তাতে ১৫ হাজারেরও বেশি মানুষ নিহত হন।

উপরে